আপনার সন্তানের নিজের Google অ্যাকাউন্ট বা প্রোফাইল থাকার জন্য, এই 'গোপনীয়তা বিজ্ঞপ্তি' ও Google-এর গোপনীয়তা নীতিতে দেওয়া বিবরণ অনুযায়ী তার সম্পর্কিত তথ্য সংগ্রহ, ব্যবহার বা প্রকাশ করার জন্য আমাদের, আপনার অনুমতির প্রয়োজন হতে পারে। আপনার সন্তানকে আমাদের পরিষেবা ব্যবহার করার অনুমতি দেওয়ার অর্থ হল, নিজেদের তথ্যের ব্যাপারে আপনি ও আপনার সন্তান আমাদের বিশ্বাস করছেন। এটি যে গুরুতর দায়িত্ব সেকথা আমরা বুঝি এবং আপনার তথ্যের গোপনীয়তা রক্ষা করতে ও তা আপনার নিয়ন্ত্রণে রাখতে আমরা কঠোর পরিশ্রম করি। 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি', 'YouTube ইতিহাস' এবং প্রযোজ্য অঞ্চলে, নির্দিষ্ট Google পরিষেবা লিঙ্ক করার মতো জিনিসের জন্য, আপনার সন্তান তার অ্যাক্টিভিটি কন্ট্রোল ম্যানেজ করতে পারবে কিনা তা বেছে নিতে পারবেন।
এই Google অ্যাকাউন্টের জন্য গোপনীয়তা বিজ্ঞপ্তি ও Family Link ব্যবহার করে ম্যানেজ করা প্রোফাইল, ১৩ বছরের কম (অথবা আপনার দেশে নির্ধারিত বয়সসীমা অনুযায়ী) বয়সী সন্তানের জন্য এবং Google-এর গোপনীয়তা নীতি Google-এর গোপনীয়তা অনুশীলনের ব্যাখ্যা করে। এই গোপনীয়তা বিজ্ঞপ্তিতে পছন্দমতো বিজ্ঞাপন দেখানো সংক্রান্ত সীমাবদ্ধতার মতো বিশেষভাবে আপনার সন্তানের অ্যাকাউন্ট বা প্রোফাইলের ক্ষেত্রে প্রযোজ্য গোপনীয়তা অনুশীলনগুলির মধ্যে পার্থক্য উল্লেখ করা আছে।
আপনার সন্তানের ব্যবহৃত কোনও থার্ড-পার্টি (Google-এর নয় এমন) অ্যাপ, অ্যাকশন অথবা ওয়েবসাইটের ক্ষেত্রে এই গোপনীয়তা বিজ্ঞপ্তি প্রযোজ্য নয়। থার্ড-পার্টি অ্যাপ, অ্যাকশন ও সাইটের জন্য তার ডেটা সংগ্রহ ও ব্যবহারের অনুশীলন সহ প্রযোজ্য শর্তাবলী ও নীতি পর্যালোচনা করে তবেই তা আপনার সন্তানের ব্যবহারের উপযুক্ত কিনা তা নিশ্চিত করবেন।
আপনি একবার আপনার বাচ্চাকে নিজের Google অ্যাকাউন্ট বা প্রোফাইল রাখার অনুমতি দেওয়ার পরে, আমরা আপনার অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকে যে ধরনের তথ্য সংগ্রহ করে থাকি মূলত সেই একই ধরনের তথ্য আপনার বাচ্চার অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকেও সংগ্রহ করা হবে। যেমন, আমরা সংগ্রহ করি:
অ্যাকাউন্ট বা প্রোফাইল তৈরি করার সময় নাম, পদবি, ইমেল আইডি ও জন্ম তারিখের মত কিছু ব্যক্তিগত তথ্য আমরা জানতে চাইতে পারি। আপনি বা আপনার বাচ্চা যে তথ্য দেন আমরা তা সংগ্রহ করি, যেমন অনলাইনে আপনার সাথে যোগাযোগ করার তথ্য। আপনার কাছ থেকে অনুমতি চাওয়ার জন্য এটি আমাদের জানা প্রয়োজন। আপনার বাচ্চার অ্যাকাউন্ট বা প্রোফাইল ব্যবহার করে যে তথ্য আপলোড বা তৈরি করে অথবা অন্যদের থেকে পায় সেটিও আমরা সংগ্রহ করি, যেমন Google Photos-এ তার সেভ করা ছবি বা Google Drive-এ তৈরি করা ডকুমেন্ট।
আপনার বাচ্চা আমাদের কোন পরিষেবা কীভাবে ব্যবহার করে সে বিষয়ে কিছু তথ্য আমরা অটোমেটিক সংগ্রহ এবং স্টোর করি, যেমন আপনার বাচ্চা যখন Google Search-এ একটি কোয়েরি করে, Google Assistant-এর সাথে কথা বলে অথবা YouTube Kids-এ কিছু ভিডিও দেখে। এই তথ্যে যা রয়েছে:
আপনার বাচ্চা যে অ্যাপ, ব্রাউজার এবং ডিভাইস ব্যবহার করে Google-এর পরিষেবা অ্যাক্সেস করে আমরা সেগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করি, যেমন ইউনিক আইডেন্টিফায়ার, ব্রাউজারের ধরন ও সেটিংস, ডিভাইসের ধরন ও সেটিংস, অপারেটিং সিস্টেম, পরিষেবা প্রদানকারীর নাম, ফোন নম্বর সহ মোবাইল নেটওয়ার্কের তথ্য এবং অ্যাপ্লিকেশনের ভার্সন নম্বর। আপনার বাচ্চার অ্যাপ, ব্রাউজার এবং ডিভাইস আমাদের পরিষেবার সাথে ইন্টার্যাক্ট করলে আমরা IP অ্যাড্রেস, ক্র্যাশ রিপোর্ট, সিস্টেম অ্যাক্টিভিটি এবং আপনার বাচ্চার অনুরোধের তারিখ, সময় ও রেফারার URL সংগ্রহ করি। যেমন, যখন আপনার বাচ্চার ডিভাইসের একটি Google পরিষেবা আমাদের সার্ভারের সাথে যোগাযোগ করে তখন আমরা এই তথ্য সংগ্রহ করি –যেমন, যখন সে Play Store থেকে কোনও অ্যাপ ইনস্টল করে।
আমাদের পরিষেবায় আপনার সন্তানের অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য সংগ্রহ করে, তার সেটিংসের ভিত্তিতে, তা আমরা Google Play-তে এমন অ্যাপ সাজেস্ট করতে ব্যবহার করি যেটি তার পছন্দ হতে পারে। আপনার সন্তান তার অ্যাক্টিভিটি কন্ট্রোল ম্যানেজ করতে পারবে কিনা তা বেছে নিতে পারবেন। আপনার সন্তানের অ্যাক্টিভিটি সংক্রান্ত যে তথ্য আমরা সংগ্রহ করি তার মধ্যে থাকতে পারে সার্চ করা শব্দ, তার দেখা ভিডিও, সে অডিও ফিচার ব্যবহার করার সময় ভয়েস ও অডিও সংক্রান্ত তথ্য, যেসব ব্যক্তির সাথে সে যোগাযোগ করে বা কন্টেন্ট শেয়ার করে এবং তার Google অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করা Chrome-এর ব্রাউজিং ইতিহাস। কল করা ও রিসিভ করা এবং মেসেজ পাঠানো ও রিসিভ করার জন্য আপনার সন্তান আমাদের পরিষেবা ব্যবহার করলে, যেমন, Google Meet বা Duo, আমরা টেলিফোন লগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারি। আপনার সন্তান তার অ্যাকাউন্ট ও প্রোফাইলে অ্যাক্টিভিটি সংক্রান্ত যে তথ্য সেভ করেছে তা খুঁজতে তার Google অ্যাকাউন্ট দেখতে পারে এবং আপনিও সন্তানের Google অ্যাকাউন্টে সাইন-ইন করে অথবা Family Link-এ তার প্রোফাইল অ্যাক্সেস করে তার অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য ম্যানেজ করার বিষয়ে সাহায্য করতে পারবেন।
আপনার বাচ্চা আমাদের পরিষেবা ব্যবহার করলে আমরা তার লোকেশনের তথ্য সংগ্রহ করি। আপনার বাচ্চার লোকেশন GPS, IP অ্যাড্রেস, তার ডিভাইস থেকে সেন্সর ডেটা ও তার ডিভাইসের নিকটবর্তী কিছু জিনিস, যেমন ওয়াই-ফাইয়ের অ্যাক্সেস পয়েন্ট, সেল টাওয়ার এবং ব্লুটুথ চালু করা ডিভাইস থেকে জানা যেতে পারে। আমরা যে ধরনের লোকেশন ডেটা সংগ্রহ করি তা আংশিকভাবে আপনার সেটিংস এবং আপনার সন্তানের ডিভাইসের উপর নির্ভর করে।
আমরা আপনার সন্তানের ভয়েস ও অডিও সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারি। যেমন, চালু করার অডিও কমান্ড আপনার সন্তান ব্যবহার করলে (উদাহরণ হিসেবে, “OK, Google” অথবা 'মাইক্রোফোন' আইকন টাচ করে), সেক্ষেত্রে তারপরে স্পিচ/অডিওর মাধ্যমে বলা কাজের অনুরোধ পূরণ করতে তার রেকর্ডিং প্রসেস করা হয়। এছাড়া, আপনার সন্তানের ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি সেটিংয়ের মধ্যে সন্তানের ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি বিকল্পে টিকচিহ্ন দেওয়া থাকলে, সাইন-ইন করা ডিভাইসে Assistant-এর সাথে তার ভয়েস ইন্টার্যাকশনের (সাথে তার কয়েক সেকেন্ড আগের অডিও) রেকর্ডিং সন্তানের অ্যাকাউন্টে স্টোর করা হতে পারে।
আমরা বিভিন্ন প্রযুক্তি যেমন কুকি, পিক্সেল ট্যাগ, ব্রাউজার ওয়েব স্টোরেজ অথবা অ্যাপ্লিকেশন ডেটা ক্যাশের মতো স্থানীয় স্টোরেজ, ডেটাবেস ও সার্ভারের লগ ইত্যাদি ব্যবহার করে আপনার বাচ্চার তথ্য সংগ্রহ এবং স্টোর করি। এই অ্যাকাউন্ট বা প্রোফাইলের জন্য উপলভ্য Google প্রোডাক্ট বা পরিষেবা ব্যবহার করতে ঠিক যতটুকু ব্যক্তিগত তথ্য দেওয়া প্রয়োজন তার চেয়ে বেশি তথ্য আপনার বাচ্চার কাছ থেকে চাওয়া হয় না।
আপনার সন্তানের Google অ্যাকাউন্ট বা প্রোফাইলের সাথে সম্পর্কিত আমরা কীভাবে Google-এর সংগ্রহ করা ডেটা ব্যবহার করতে পারি, Google-এর গোপনীয়তা নীতি তা আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করে। সাধারণভাবে যে কারণে আমরা আপনার সন্তানের তথ্য ব্যবহার করি: আমাদের পরিষেবা প্রদান, রক্ষণাবেক্ষণ ও সেটি উন্নত করতে; নতুন পরিষেবা তৈরি করতে; আপনার সন্তানের জন্য আমাদের পরিষেবা কাস্টমাইজ করতে; আমাদের পরিষেবা কীভাবে ব্যবহার করা হয় তা বুঝতে এবং পারফর্ম্যান্স পরিমাপ করতে; আমাদের পরিষেবা সম্পর্কিত কারণে আপনার সন্তানের সাথে সরাসরি যোগাযোগ করতে এবং আমাদের পরিষেবার নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা উন্নত করার ব্যাপারে সাহায্য করতে।
এইসব কারণে আপনার সন্তানের তথ্য প্রসেস করার জন্য আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। আমরা অটোমেটিক সিস্টেম ব্যবহার করি যাতে আপনার সন্তানের কন্টেন্ট বিশ্লেষণ করে, সে যেভাবে আমাদের পরিষেবা ব্যবহার করে, তাকে সেই অনুযায়ী জিনিস দিতে পারি। যেমন পছন্দসই সার্চ ফলাফল অথবা অন্যান্য ফিচার। এবং স্প্যাম, ম্যালওয়্যার ও অবৈধ কন্টেন্ট শনাক্ত করার ব্যাপারে সহায়তা পেতে আমরা আপনার সন্তানের কন্টেন্ট বিশ্লেষণ করি। এছাড়াও, ডেটার প্যাটার্ন শনাক্ত করতে আমরা অ্যালগরিদম ব্যবহার করি। আমাদের সিস্টেম স্প্যাম, ম্যালওয়্যার, বেআইনি কন্টেন্ট ও নীতি লঙ্ঘনকারী অপব্যবহারের অন্যান্য ধরন শনাক্ত করলে, আমরা তার অ্যাকাউন্ট বা প্রোফাইল বন্ধ করে দিতে অথবা অন্য উপযুক্ত ব্যবস্থা নিতে পারি। এছাড়াও, বিশেষ পরিস্থিতিতে আমরা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ জানাতে পারি।
আপনার সন্তানের সেটিংসের ভিত্তিতে, তাকে সাজেশন, পছন্দসই কন্টেন্ট এবং কাস্টমাইজ করা সার্চের ফলাফল দিতে তার সম্পর্কিত তথ্য ব্যবহার করতে পারি। উদাহরণ স্বরূপ, আপনার সন্তানের সেটিংসের ভিত্তিতে সে কোন অ্যাপ ইনস্টল করেছে সেই তথ্য ব্যবহার করে Google Play তার পছন্দসই নতুন অ্যাপ সাজেস্ট করতে পারে।
এছাড়াও, আপনার সন্তানের সেটিংসের ভিত্তিতে, উপরে যে বিবরণ দেওয়া হয়েছে সেইসব প্রয়োজনে, আমাদের বিভিন্ন পরিষেবা এবং আপনার সন্তানের সমস্ত ডিভাইস থেকে সংগৃহীত তথ্য একত্রিত করতে পারি। Google-এর পরিষেবাগুলি উন্নত করার জন্য, আপনার সন্তানের অ্যাকাউন্ট সেটিংসের ভিত্তিতে, অন্যান্য সাইট ও অ্যাপে তার অ্যাক্টিভিটির সাথে তার ব্যক্তিগত তথ্য সংযুক্ত করা হতে পারে।
Google আপনার সন্তানকে পছন্দসই বিজ্ঞাপন পরিষেবা দেবে না, এর মানে, বিজ্ঞাপন আপনার সন্তানের অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকে পাওয়া তথ্যের উপরে ভিত্তি করে দেখানো হবে না। বরং, বিজ্ঞাপনের ভিত্তি হতে পারে আপনার সন্তান যে সাইট বা অ্যাপ দেখছে তার কন্টেন্ট, সাম্প্রতিক সার্চ কোয়েরি বা সাধারণ লোকেশন (যেমন, শহর বা রাজ্য)। ওয়েব ব্রাউজ অথবা Google-এর নয় এমন অ্যাপ ব্যবহার করার সময় আপনার সন্তান হয়ত (Google নয় এমন) বিজ্ঞাপন প্রদানকারীর কিছু বিজ্ঞাপন দেখতে পাবে যার মধ্যে থাকতে পারে থার্ড-পার্টির পছন্দ অনুযায়ী বেছে নেওয়া বিজ্ঞাপন।
Google অ্যাকাউন্ট বা প্রোফাইলে সাইন-ইন করে থাকা অবস্থায় আপনার সন্তান হয়ত সর্বজনীনভাবে এবং অন্যদের সাথে তথ্য শেয়ার করতে পারবে যার মধ্যে রয়েছে ফটো, ভিডিও, অডিও ও লোকেশন। আপনার সন্তান কোনও তথ্য সার্বজনীনভাবে শেয়ার করলে তখন Google অনুসন্ধানের মতো সার্চ ইঞ্জিন দ্বারা সেটি অ্যাক্সেসযোগ্য হতে পারে।
সীমাবদ্ধ পরিস্থিতিতে আমাদের সংগ্রহ করা তথ্য Google-এর বাইরে শেয়ার করা হতে পারে। নিম্নলিখিত পরিস্থিতি ছাড়া ব্যক্তিগত তথ্য আমরা Google-এর বাইরে কোনও কোম্পানি, সংস্থা বা ব্যক্তির সাথে শেয়ার করি না:
আপনার সম্মতি নিয়ে (প্রযোজ্য হলে) আমরা Google-এর বাইরে ব্যক্তিগত তথ্য শেয়ার করব।
Google-এ আপনার ফ্যামিলি গ্রুপের সদস্যদের সাথে তার নাম, ফটো, ইমেল আইডি ও Play-তে করা কেনাকাটা সহ আপনার সন্তানের তথ্য শেয়ার করা হতে পারে।
আমাদের নির্দেশাবলী এবং এই গোপনীয়তা বিজ্ঞপ্তি, Google-এর গোপনীয়তা নীতি এবং অন্য কোনও উপযুক্ত গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবস্থার ভিত্তিতে, আমাদের হয়ে তথ্য প্রসেস করার জন্য আমাদের অ্যাফিলিয়েট বা অন্যান্য বিশ্বস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে আমরা ব্যক্তিগত তথ্য দিই।
Google-এর বাইরে বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে আমরা ব্যক্তিগত তথ্য শেয়ার করব যদি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এইসব তথ্য অ্যাক্সেস, ব্যবহার, সংরক্ষণ বা প্রকাশ করা যুক্তিসংগতভাবে প্রয়োজন:
কোনও প্রযোজ্য আইন, রেগুলেশন, আইনি প্রক্রিয়া বা এনফোর্সমেন্ট সংক্রান্ত সরকারি অনুরোধের শর্ত পূরণ করলে;
এনফোর্সমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য পরিষেবার শর্তাবলী, যার মধ্যে রয়েছে সম্ভাব্য লঙ্ঘন সংক্রান্ত তদন্ত;
জালিয়াতি, নিরাপত্তা বা প্রযুক্তিগত সমস্যা শনাক্ত, প্রতিরোধ বা অন্যভাবে মোকাবিলা করার জন্য;
Google, আমাদের ব্যবহারকারী বা লোকজনকে আইনি প্রয়োজন বা আইন অনুমোদিত অধিকারের, সম্পত্তির বা নিরাপত্তার নিরিখে ক্ষতির হাত থেকে সুরক্ষা দিতে।
এছাড়াও, ব্যক্তিগতভাবে শনাক্ত করা যায় না এমন তথ্য (যেমন আমাদের পরিষেবার সাধারণ ব্যবহার সম্পর্কিত ট্রেন্ড) সর্বজনীনভাবে এবং প্রকাশক, বিজ্ঞাপনদাতা, ডেভেলপার বা স্বত্ত্বাধিকারীর মতো আমাদের পার্টনারের সাথে শেয়ার করতে পারি। যেমন, আমাদের পরিষেবার সাধারণ ব্যবহার সম্পর্কিত ট্রেন্ড কেমন তা দেখাতে, আমরা সর্বজনীনভাবে তথ্য শেয়ার করি। এছাড়াও, বিজ্ঞাপন ও পরিমাপের জন্য আমাদের নির্দিষ্ট পার্টনারদের নিজস্ব কুকি বা অনুরূপ প্রযুক্তি ব্যবহার করে ব্রাউজার বা ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করতে দিই।
আপনার সন্তানের Google অ্যাকাউন্ট থাকলে, আপনি তাতে সাইন-ইন করে তার তথ্য অ্যাক্সেস করতে, আপডেট করতে, সরাতে, এক্সপোর্ট করতে ও প্রসেস করা সীমাবদ্ধ করতে পারবেন। আপনার সন্তানের পাসওয়ার্ড ভুলে গেলে, Family Link অ্যাপ অথবা ওয়েবে Family Link সেটিংস থেকে এটি রিসেট করতে পারবেন। সাইন-ইন করার পরে, আপনার সন্তানের গোপনীয়তা সেটিংস এবং তথ্য ম্যানেজ করার ব্যাপারে সাহায্য করতে Google-এর গোপনীয়তা নীতিতে বর্ণনা করা যেকোনও নিয়ন্ত্রণ ব্যবহার করতে পারবেন, যেমন Google অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ।
আপনার সন্তানের কোনও প্রোফাইল থাকলে, আপনি Family Link অ্যাপ অথবা ওয়েবে Family Link সেটিংস থেকে সন্তানের তথ্য অ্যাক্সেস করতে, আপডেট করতে, সরাতে, এক্সপোর্ট করতে ও প্রসেস করা সীমাবদ্ধ করতে পারবেন।
"আমার অ্যাক্টিভিটি" থেকে আপনার সন্তান তার পুরনো অ্যাক্টিভিটি মুছে দিতে এবং ডিফল্ট হিসেবে থার্ড-পার্টি অ্যাপে (যেমন ডিভাইস লোকেশন, মাইক্রোফোন বা পরিচিতি) অনুমতি দিতে পারবে। এছাড়াও, আপনার সন্তানের Google অ্যাকাউন্ট বা প্রোফাইলের তথ্য এডিট বা পরিবর্তন করতে, অ্যাপ অ্যাক্টিভিটি এবং অ্যাপে দেওয়া অনুমতি পর্যালোচনা করতে এবং আপনার সন্তানের তথ্য অ্যাক্সেস করার জন্য থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবায় অনুমতি দেওয়ার ব্যাপারে আপনার সন্তানের ক্ষমতা ম্যানেজ করতে আপনি Family Link ব্যবহার করতে পারবেন।
আপনার সন্তানের তথ্য আরও সংগ্রহ বা ব্যবহার কখনও বন্ধ করতে চাইলে, Family Link অ্যাপ অথবা ওয়েবে Family Link সেটিংস থেকে আপনার সন্তানের অ্যাকাউন্ট বা প্রোফাইল সংক্রান্ত তথ্যের পৃষ্ঠায় “অ্যাকাউন্ট মুছুন” বা “প্রোফাইল মুছুন” বিকল্পে ক্লিক করে আপনার সন্তানের Google অ্যাকাউন্ট বা প্রোফাইল মুছে দিতে পারবেন। উপযুক্ত সময় সীমার মধ্যে আপনার সন্তানের অ্যাকাউন্ট বা প্রোফাইল সম্পর্কিত তথ্য স্থায়ীভাবে মুছে দেওয়া হবে।
আপনার সন্তানের Google অ্যাকাউন্ট বা প্রোফাইল সম্পর্কে কোনও প্রশ্ন থাকলে, আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। আপনাকে সাহায্য করতে আমরা প্রস্তুত। Family Link ও আপনার সন্তানের Google অ্যাকাউন্ট বা প্রোফাইল সম্পর্কে অতিরিক্ত তথ্য আমাদের সহায়তা কেন্দ্রে দেখতে পারবেন। এছাড়াও, Family Link ও আপনার সন্তানের Google অ্যাকাউন্ট বা প্রোফাইল সম্পর্কে আমাদের মতামত জানাতে পারবেন Family Link অ্যাপে 'মেনু ☰ > সহায়তা ও মতামত > মতামত পাঠান' বিকল্পে ট্যাপ করে অথবা ইমেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে অথবা নিচের ঠিকানায়।
Google
1600 Amphitheatre Parkway
Mountain View, CA 94043 USA
Phone: +1 855 696 1131 (USA)
অন্যান্য দেশের জন্য, g.co/FamilyLink/Contact ভিজিট করুন
আপনার সন্তানের ডেটা Google কীভাবে সংগ্রহ ও ব্যবহার করে সে ব্যাপারে প্রশ্ন থাকলে, Google ও আমাদের ডেটা সুরক্ষা অফিসে আপনি যোগাযোগ করতে পারেন। এছাড়াও, স্থানীয় আইন অনুযায়ী নিজের অধিকার সম্পর্কে আপনার প্রশ্ন থাকলে, স্থানীয় ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।